শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দু'জনেই বিবাহিত। অথচ সম্পর্ক তৈরির সময় দু'জনেই দু'জনের কাছে লুকিয়ে গিয়েছিলেন। তবে প্রেমিক বিবাহিত জানার পরও হাল ছাড়তে রাজি নন 'প্রতারিত' প্রেমিকা। বিবাহিত প্রেমিককে বিয়ে করার জন্য শনিবার থেকে প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর এলাকায়।
যদিও প্রেমিকা অনশনে বসার পর থেকে প্রেমিকের আর কোনও খবর পাওয়া যাচ্ছে না। গ্রামের ছেলের গোপন প্রেমের গল্প প্রকাশ্যে চলে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে গিয়েছে প্রেমিকাকে এক ঝলক দেখার জন্য।
ডোমকল থানার বালিয়াখালি গ্রামের বাসিন্দা ধনাইপুর এলাকায় বছর ২০-র প্রেমিকা তাঁর প্রেমিক মোমিন শেখের বাড়ির সামনে বসে নিজেদের প্রেমের কাহিনি বলতে গিয়ে জানান, 'মাত্র ১৩ বছর বয়সেই পরিবারের লোকেরা আমার বিয়ে দিয়ে দিয়েছিল। দু'বছর স্বামীর সংসার করার পর আর তার সঙ্গে থাকতে পারিনি। কোলের মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তারপর গত আট বছর ধরে বাবার বাড়িতেই থাকি এবং তখন থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে মোমিনের সঙ্গে।'
ওই মহিলা জানান, 'মোমিন যখন আমার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তখন সে আমাকে জানায়নি সে বিবাহিত এবং বাড়িতে তার দুই সন্তান রয়েছে। বিষয়টি পরে আমি জানতে পারলেও মোমিনের সঙ্গে সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারিনি।'
প্রেমিকের বাড়ির সামনে বসে কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'মোমিনকে আমি বিয়ে করতে চাই। কিন্তু গত ২-৩ দিন ধরে সে আমার ফোন ধরছে না। তাই কোনও রাস্তা না পেয়ে আজ থেকে ওর বাড়ির সামনে অনশন শুরু করলাম। যতদিন না ও আমাকে বিয়ে করবে, আমি ওর বাড়ির সামনেই বসে থাকব।'
দৌলতাবাদের গ্রামে প্রেমিকা বসে থাকলেও প্রেমিক মোমিনের দেখা কিন্তু মেলেনি। যদিও তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামেরই একাধিক বাসিন্দা। নাজমুল আলম নামে এক গ্রামবাসী বলেন, 'মোমিন বর্তমানে কলকাতায় রয়েছে। তবে এই গ্রামের প্রায় সকলেই জানে মোমিন বিবাহিত হলেও একাধিক মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় সারাদিনই সে বিভিন্ন জায়গায় বসে প্রেমিকাদের সঙ্গে ফোনে কথা বলে। পরিবারের লোকেরা তাকে এই কাজ করতে বারণ করলেও সে কারও কথাই শোনে না।'
গ্রামবাসীরা বলেন, 'আজ একজন প্রেমিকা মোমিনের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সন্দেহ এই খবর যদি ছড়িয়ে পড়ে আগামীদিনে একাধিক মহিলা মোমিনের বাড়ির সামনে এসে ধর্না দেবে।'
ইতিমধ্যেই গোটা ঘটনাটি দৌলতাবাদ থানার আধিকারিকদের কানেও পৌঁছেছে। থানার এক আধিকারিক জানান, কোনও তরফ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। প্রেমিকার অনশনের কী পরিণতি হয় তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে গোটা গ্রাম।
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও